ইরানি বাহিনীর ওপর হামলা চালালে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা: ইরান

ইরানের রেভল্যুশনারি গার্ডস ইসরায়েলকে সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে ইরানের এলিট ফোর্সকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে দ্রুত প্রতিশোধমূলক হামলার মুখোমুখি হতে হবে। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ কথা জানিয়েছে রয়টার্স।
মার্কিন হামলায় ইরানের সিনিয়র সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে দেখা যায় মেজর জেনারেল হোসেইন সালামিকে। ২ জানুয়ারি, ২০২২। ছবি: রয়টার্স

ইরানের রেভল্যুশনারি গার্ডস ইসরায়েলকে সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে ইরানের এলিট ফোর্সকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে দ্রুত প্রতিশোধমূলক হামলার মুখোমুখি হতে হবে। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ কথা জানিয়েছে রয়টার্স।

রেভল্যুশনারি গার্ডের কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি বলেন, আপনাদের মনে রাখতে হবে- আমরা কেবল নিহতদের দাফনে অংশ নেব না, দ্রুত প্রতিশোধও নেব। এটি ইসরায়েলের জন্য কঠোর এবং গুরুত্বপূর্ণ বার্তা। যদি আপনারা এর পুনরাবৃত্তি করেন, তাহলে আবারও আমাদের আক্রমণের অভিজ্ঞতার মুখোমুখি হবেন এবং আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতের তিক্ত স্বাদ ভোগ করবেন।

উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী এরবিলে গত ১৩ মার্চ 'ইসরায়েলি কৌশলগত কেন্দ্রে' একটি হামলার দায় স্বীকার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড। ইরান থেকে নিক্ষেপ করা এক ডজন ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত করে। কুর্দি আঞ্চলিক সরকার এটিকে 'বেসামরিক আবাসিক এলাকা' হিসেবে উল্লেখ করেছে।

গত ৭ মার্চ এক বিমান হামলায় ইরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ায় রেভল্যুশনারি গার্ডের সদস্যদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে ইরান এই হামলা চালিয়েছে বলে মনে করা হয়।

হোসেইন সালামি বলেন, সাম্প্রতিক সপ্তাহে আপনারা দেখেছেন কীভাবে ইসরায়েল তাদের গণনায় সসময় ভুল করেছে এবং রেভল্যুশনারি গার্ডস তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আমরা তাদের সতর্ক করে বলছি- তারা যেন তাদের এসব কর্মকাণ্ড বন্ধ করে দেয়, না হলে আমরা কঠোর প্রতিশোধ নেব।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটরিং গ্রুপ ৭ মার্চের বিমান হামলার পরপরই বলেছে, এ বছর সিরিয়ায় ইসরায়েলের সপ্তম হামলা ছিল এবং তাদের লক্ষ্য ছিল দামেস্ক বিমানবন্দরের কাছে একটি অস্ত্র ও গোলাবারুদের ডিপো।

তবে, সিরিয়ায় বিমান হামলা নিয়ে খুব কমই মন্তব্য করে ইসরায়েল এবং ২০১১ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর থেকে তারা শত শত হামলা চালিয়েছে।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

3h ago