বৈরুতে রাজনৈতিক সহিংসতায় নিহত ৬

লেবাননের রাজধানী বৈরুতে রাজনৈতিক সহিংসতায় অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩২ জন।
গতকাল বৃহস্পতিবার শিয়া সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও এর মিত্র আমল'র সদস্যদের 'বৈরুত বিস্ফোরণের বিচারিক তদন্তের' প্রতিবাদ সমাবেশ থেকে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০২০ সালের আগস্টে বৈরুতে বিস্ফোরণে ২১৯ জন নিহতের ঘটনার বিচারিক তদন্তের বিরোধিতা করছে হিজবুল্লাহ ও এর মিত্র সংগঠন আমল।
হিজবুল্লাহর অভিযোগ, খ্রিস্টান মিলিশিয়া লেবানিজ ফোর্স'র স্নাইপাররা তাদের প্রতিবাদ সমাবেশে গুলি চালালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। তবে, লেবানিজ ফোর্স তা অস্বীকার করেছে।
হিজবুল্লাহ ও এর মিত্রদের অভিযোগ বিচারক নিরপেক্ষ নন। কিন্তু, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ বিচারিক তদন্তকে সমর্থন জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, বিবাদমান পক্ষের এই সংঘর্ষ দেশটির জন্যে বড় ধাক্কা। কিন্তু, তা কাটিয়ে উঠতে হবে।
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এই সহিংসতার জন্যে দায়ী ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রতিজ্ঞা করেছেন।
Comments