মধ্যপ্রাচ্য

৫১ শতাংশ ইসরায়েলি যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়াই ইরানে হামলার পক্ষে

ইসরায়েলের মোট জনসংখ্যার ৫১ শতাংশ যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়াই ইরানের পরমাণু স্থাপনায় হামলার পক্ষে মত দিয়েছেন।
তেহরানের দক্ষিণে বুশহরে পরমাণু প্রকল্প। ছবি: রয়টার্স ফাইল ফটো

ইসরায়েলের মোট জনসংখ্যার ৫১ শতাংশ যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়াই ইরানের পরমাণু স্থাপনায় হামলার পক্ষে মত দিয়েছেন।

গতকাল বুধবার গবেষণা সংস্থা ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জরিপ মতে, ইসরায়েলের ইহুদি অধিবাসীদের ৫৮ শতাংশ মনে করেন দেশটি যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়াই ইরানের পরমাণু স্থাপনায় হামলার অধিকার রাখে।

দেশটির প্রায় ৩১ শতাংশ ইহুদি যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরান আক্রমণের বিপক্ষে মত দিয়েছেন।

ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞরা যখন মনে করেন যুক্তরাষ্ট্রের 'সবুজ সংকেত' ছাড়া ইরানে হামলা করা উচিত হবে না তখন দেশটির অধিকাংশ জনগণ এমন মত দিলো।

জরিপ প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের রাজনীতিতে ৬৭ শতাংশ ডানপন্থি ইহুদি যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়াই ইরানে হামলার পক্ষে। এতে সায় রয়েছে সাড়ে ৩৭ শতাংশ বামপন্থি ইহুদির।

অপর দিকে, ইসরায়েলের ৬২ শতাংশ ইহুদি ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্যে 'বিপদজনক' বলে মনে করেন। সে দেশের আরব অধিবাসীর ১৯ শতাংশের মত এর পক্ষে।

গত ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে টেলিফোনে এই জরিপ চালানো হয়।

সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, বর্তমানে ইসরায়েলে সরকারে রয়েছে মধ্যপন্থি, বাম-ঘেঁষা ও আরব দল। তাই এই মুহূর্তে ইরানে হামলার সিদ্ধান্ত নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ ও পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।

১৯৮১ সালে ইরাকের পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা চালালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ভীষণ ক্ষিপ্ত হন।

পরবর্তীতে, ২০০৭ সালে ইসরায়েল সিরিয়ার পরমাণু স্থাপনায় হামলা চালালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ তাতে সমর্থন জানান।

মধ্যপ্রাচ্যকে পরমাণু বোমামুক্ত রাখার বিরুদ্ধে ইসরায়েল

মধ্যপ্রাচ্যকে পরমাণু বোমামুক্ত রাখতে চায় যেসব দেশ তার মধ্যে ইরান রয়েছে। কিন্তু, সেই তালিকায় নেই ইসরায়েল।

গত সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে এ সংক্রান্ত এক রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছে পারস্য উপসাগরীয় দেশটি। প্রস্তাবের বিপক্ষে একমাত্র ভোটটি দেয় ইসরায়েল।

প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ১৭৮টি এবং বিপক্ষে পড়ে একটি ভোট। এ ছাড়াও, যুক্তরাষ্ট্র ও ক্যামেরন ভোটদানে বিরত থাকে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল ও পশ্চিমের দেশগুলো সরব হলেও ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করেছে। বিপরীতে, ইসরায়েল এ চুক্তিতে সইতো করেইনি উপরন্তু, মধ্যপ্রাচ্যকে পরমাণু বোমামুক্ত রাখতে বিরোধিতা করেছে।

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

2h ago