যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে ‘গাড়ি হামলা’

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ওকেশায় ক্রিসমাস প্যারেডে গাড়ি উঠিয়ে দেওয়ায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ওকেশায় ক্রিসমাস প্যারেডে গাড়ি উঠিয়ে দেওয়ায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

গতকাল রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ৩৯ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, অনলাইনে পোস্ট করা এক ডিভিও ক্লিপে দেখা গেছে, লাল রঙের একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) প্যারেডে অংশ নেওয়া বেশ কয়েকজনের ওপর উঠে গেছে।

অপর ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের খুঁটিতে গাড়িটি ধাক্কা খেলে পুলিশ সেটি লক্ষ্য করে গুলি ছুড়ছে।

ওকেশার পুলিশ প্রধান ড্যান টমসন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করার পাশাপাশি একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, 'গাড়িটি অন্তত ২০ জনকে আঘাত করেছে। তাদের মধ্যে শিশুও আছে। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।'

ঠিক কতজন হতাহত হয়েছেন জানতে চাওয়া হলে তিনি বলেন, 'এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।'

'এটি সন্ত্রাসী হামলা কিনা তা এখনই বলা যাচ্ছে না,' যোগ করেন পুলিশের শীর্ষ কর্মকর্তা টমসন।

তিনি আরও বলেন, 'এক পুলিশ কর্মকর্তা গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন, তবে এতে কোনো দর্শনার্থী আহত হননি।'

রাস্তার পাশে দাঁড়িয়ে স্বামী ও ৩ বছরের মেয়েকে নিয়ে প্যারেড দেখা রেস্টুরেন্টকর্মী বেলেন সান্তামারিয়া গণমাধ্যমকে বলেন, 'দ্রুতগতিতে এসে একটি গাড়ি প্যারেডে ঢুকে যায়। এরপর চিৎকার শুনতে পাই।'

সান্তামারিয়া তার মেয়েকে নিয়ে পাশের রেস্টুরেন্টে আশ্রয় নিলেও তার স্বামী আহতদের সাহায্যে এগিয়ে যান বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী এক নারী স্থানীয় ফক্স৬ টেলিভিশনকে বলেন, 'গাড়িটি ৯ বছর থেকে ১৫ বছর বয়সী শিশুদের নাচের দলটিকে মাড়িয়ে যায়।'

দ্য চিলড্রেন'স উইসকনসিন হাসপাতাল কর্তৃপক্ষ টুইটারে জানায়, স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত তাদের কাছে আহত অবস্থায় ১৫ জনকে আনা হয়েছে। সেসময় কারও মৃত্যুর কথা জানা যায়নি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত সন্ধ্যার এ ঘটনা প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।

স্থানীয় ক্যাথলিক চার্চ জানায়, এ ঘটনায় ওকেশা ক্যাথলিক স্কুলের শিক্ষার্থীসহ গির্জার কয়েকজন যাজক আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

People with Hajj visas can only travel to Jeddah, Medina and Makkah: KSA

Saudi Arabia has recently announced new rules regarding the issuance of Hajj visas, specifying that the visa will only permit travel to Jeddah, Medina, and Makkah

31m ago