একটি ভাসমান সবজি বাজার

ধান-নদী-খাল এই তিনে বরিশাল। নদী-নৌকা এই অঞ্চলের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কৃষক নিজেদের উৎপাদিত শাকসবজি বিক্রি করতে এখনো নৌকার ওপর ভরসা করেন।

ঝালকাঠির দাশের পুল এলাকায়ও এমন দৃশ্য চোখে পড়ে। স্থানীয় একটি পাইকারি বাজারে বিক্রির জন্য নৌকায় করে নানা ধরনের টাটকা সবজি নিয়ে এসেছেন কৃষকরা। আশেপাশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা সোম ও শুক্রবার সবজি কিনতে এ বাজারে আসেন। ছবি: টিটু দাস। 

Comments

The Daily Star  | English

Israel will take all of Gaza: PM

Strikes kill 52 more; WHO chief says 2 million 'starving'

5h ago