জলাবদ্ধতা থেকে পরিত্রাণ নেই চট্টগ্রামের মেয়রেরও

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়ির সামনে জমে থাকা বৃষ্টির পানি। ৩ আগষ্ট ২০২১। ছবি: রাজীব রায়হান

দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং একের পর এক খাল ভরাটে বছরের পর বছর ধরে বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা।

প্রবাদ আছে, নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না। তেমনি জলাবদ্ধতার প্রত্যক্ষ প্রভাব থেকে মুক্তি পাননি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

গতকাল মঙ্গলবার নগরীর বহদ্দারহাট এলাকায় দেখা যায়, মেয়রের বাড়ির সামনে জমে আছে বৃষ্টির পানি।

Comments

The Daily Star  | English

Israel will take all of Gaza: PM

Strikes kill 52 more; WHO chief says 2 million 'starving'

4h ago