পিএক্সথ্রি পুরস্কার পেল পিনু রহমানের ‘লস্ট চাইল্ডহুড’  

প্যারিসভিত্তিক আলোকচিত্র পুরস্কার 'প্রিক্স দে লা ফটোগ্রাফি' শীর্ষক 'পিএক্সথ্রি-২০২১' পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান।

আন্তর্জাতিক সম্মানজনক এ প্রতিযোগিতার বিশেষ ক্যাটাগরি 'দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ড'-এ তিনি তার 'লস্ট চাইল্ডহুড' শিরোনামের ফটোস্টোরির জন্য এ পুরস্কার জিতেছেন।

প্যারিসের এস্পেস ব্যুরোপেয়ার আর্ট গ্যালারিতে আগামী ২৫ অক্টোবর থেকে ৭ দিনব্যাপী আয়োজিত প্রদর্শনীতে আলোকচিত্রগুলো প্রদর্শিত হবে।

গত ১৪ সেপ্টেম্বর পিনু রহমানকে ই-মেইল করে পুরস্কার পাওয়ার বিষয়টি জানানো হয়। এ ছাড়া, ২৫ অক্টোবর প্রদর্শনীর সময় অংশগ্রহণের জন্য অফিসিয়ালি আমন্ত্রণ জানানো হয়েছে।

পুরস্কারের বিষয়ে জানতে চাইলে পিনু রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ পর্যন্ত প্রায় ২০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি। বেশিরভাগ সময় আমি সিঙ্গেল ছবির জন্য অ্যাওয়ার্ড পেয়েছি। এবারই প্রথম কোনো ফটোস্টোরির জন্য অ্যাওয়ার্ড পেলাম। আমার স্টোরিতে মোট ১১টি ছবি ছিল, যেগুলো ২০১৮ সালে কেরাণীগঞ্জের ডকইয়ার্ড থেকে তোলা।'

তিনি আরও বলেন, 'এর আগে ২০১৯ সালে ওই স্টোরি থেকে একটা ছবি দিয়ে আলোকচিত্রের বিশ্বকাপে আমি বেস্ট অব ন্যাশন অ্যাওয়ার্ড পেয়েছিলাম। সেটারও শিরোনাম ছিল 'লস্ট চাইল্ডহুড'। এই পুরস্কার পেয়ে আমার খুব ভালো লাগছে যে, এতদিন ধরে কাজ করছি, তার একটি মূল্যায়ন পেলাম।'   

২০০৭ সাল থেকে ফারমানি গ্রুপ প্যারিস আলোকচিত্র পুরস্কার বা পিক্সথ্রি শিরোনামে এ আন্তর্জাতিক আলোচিত্র প্রতিযোগিতার আয়োজন করে আসছে। সারা বিশ্ব থেকে পেশাদার ও অপেশাদার আলোকচিত্রীদের ৩৮০টি ফটোস্টোরি থেকে প্রাথমিকভাবে ১৩০টি ফটোস্টোরি বাছাই করা হয়। সেখান থেকে ৩০টি ফটোস্টোরিকে পরবর্তীতে প্রদর্শনী ও পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়।

চলতি ২০২১ সালের 'পিএক্সথ্রি ফটোগ্রাফার অব দ্য ইয়ার' নির্বাচিত হয়েছেন জেমি জনসন এবং 'পিএক্সথ্রি বেস্ট নিউ ট্যালেন্ট' হয়েছেন ডায়ানা শেরেন নায়গ্রেন।

পিরোজপুর শহরে বেড়ে ওঠা পিনু রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি পেশায় রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংকের কর্মকর্তা। ইতোমধ্যে দেশের একাধিক প্রথম সারির জাতীয় দৈনিকে তার আলোকচিত্র প্রকাশিত হয়েছে। এ ছাড়া, তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২০টিরও বেশি পুরস্কার জিতেছেন।

Comments

The Daily Star  | English

Israel will take all of Gaza: PM

Strikes kill 52 more; WHO chief says 2 million 'starving'

6h ago