ফিওদর দস্তয়েভস্কির জন্মবার্ষিকীতে ভার্চুয়াল গ্যালারি উদ্বোধন

রাশিয়ান কথাসাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির ২০০তম জন্মবার্ষিকী আগামী নভেম্বরে। এ উপলক্ষে দীর্ঘ আয়োজন শুরু করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউজ।
ফিওদর মিখাইলোভিচ দস্তয়েভস্কি। ছবি: সংগৃহীত

রাশিয়ান কথাসাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির ২০০তম জন্মবার্ষিকী আগামী নভেম্বরে। এ উপলক্ষে দীর্ঘ আয়োজন শুরু করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউজ।

ফিওদর মিখাইলোভিচ দস্তয়েভস্কি ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। তার অনেক রচনাই বিশ্বসাহিত্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিওদর দস্তয়েভস্কির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে লেখকের জীবন ও কর্ম নিয়ে একটি ভার্চুয়াল গ্যালারি উদ্বোধন করা হয়েছে।

ভার্চ্যুয়াল গ্যালারি উদ্বোধনের পাশাপাশি একটি সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। এতে ঢাকাস্থ রাশিয়ান হাউজের রাশিয়ান ভাষা কোর্সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ভার্চুয়াল গ্যালারিটি দেখা যাবে ইউটিউবের https://youtu.be/oiSbCv549G4 লিংক থেকে।

সাহিত্য আড্ডায় ফিওদর দস্তয়েভস্কির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। এতে অংশ নেন রাশিয়ান ভাষা কোর্সের শিক্ষক ইয়াসমিন সুলতানা। এতে সভাপতিত্ব করেন রাশিয়ান হাউজের পরিচালক ম্যাক্সিম দোব্রখোতভ।

ফিওদর দস্তয়েভস্কি তার 'ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট' (অপরাধ ও শাস্তি), 'দ্য ইডিয়ট'সহ বিভিন্ন উপন্যাসের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়।

Comments

The Daily Star  | English

The fight against child marriage needs a new narrative

The latest official data paints an alarming picture of 41.6 percent of girls married under 18 and 8.2 percent married under the lower age of 15.

13h ago