‘বিদ্রোহী কবিতার জন্যে হলেও নজরুল স্মরণীয় হয়ে থাকবেন যুগ যুগ’

কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালের ৬ জানুয়ারি বিজলী পত্রিকায়। গত এক শ বছরে বহু আন্দোলন-সংগ্রামে কবিতাটি বাঙালিকে অনুপ্রেরণা দিয়েছে। কেবলমাত্র 'বিদ্রোহী'র জন্যে হলেও নজরুল যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন অধ্যাপক রফিকুল ইসলাম।
চলতি বছর 'বিদ্রোহী' কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হচ্ছে উল্লেখ করে বাংলাদেশের প্রথম নজরুল অধ্যাপক রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে আরও বলেন, 'সম্প্রতি নজরুল ইনস্টিটিউট থেকে বিদ্রোহী কবিতার ওপর গত ১০০ বছরে প্রকাশিত উল্লেখযোগ্য প্রবন্ধ নিয়ে 'বিদ্রোহী' নামে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া, বাংলা একাডেমি থেকেও একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে, তা নিয়ে কাজ চলছে।'
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনায় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে রফিকুল ইসলাম বলেন, 'ইংরেজি সাহিত্যে টি এস এলিয়টের "দ্য ওয়েস্ট ল্যান্ড"ও প্রকাশিত হয়েছিল ১৯২২ সালে। "দ্য ওয়েস্ট ল্যান্ড" ইংরেজি কবিতার ধারা বদলে দিয়েছিল। আর নজরুলের "বিদ্রোহী" কবিতাও বাংলা কবিতার ধারা পরিবর্তন করে দিয়েছিল। বাংলা সাহিত্যে আধুনিক কবিতা বলতে আমরা যা বুঝি, তার পেছনে রয়েছে "বিদ্রোহী" কবিতা।'
Comments