ব্যবসায়ী-শিক্ষার্থীরা কেন সংঘর্ষে জড়ান, কেন জীবন যায়?

সর্বশেষ তথ্য অনুযায়ী, পাশাপাশি ২ খাবার দোকানের দ্বন্দ্ব থেকেই ১৮ এপ্রিল ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, পাশাপাশি ২ খাবার দোকানের দ্বন্দ্ব থেকেই ১৮ এপ্রিল ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এরপর ২ দিনের এই সংঘর্ষে এখন পর্যন্ত মারা গেছেন ২ জন। পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের হয়েছে আর্থিক ক্ষতি।

কিন্তু ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষ যখন এতটা ভয়াবহ রূপ ধারণ করছে, তখন আইনশৃঙ্খলা বাহিনী কী করছিল? নিজ কর্মক্ষেত্রে যাওয়ার সময় একজন নিরীহ মানুষের মৃত্যুর দায়ভার কে নেবে?

স্টার ভিউজরুমে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টার বাংলা বিভাগের সম্পাদক গোলাম মোর্তোজা।

Comments

The Daily Star  | English

Goods worth Tk 16k imported at Tk 2.63 crore

State-run Power Grid Company of Bangladesh Ltd (PGCBL) imported 68 kilograms of tower bolts, nuts and washers from India for a whopping $2,39,695 or Tk 2.63 crore, which is 1,619 times the contract value.

7h ago