যান্ত্রিক ঢাকায় প্রতি বুধবার এখনও বসে শতবর্ষী হাট 

হাট শব্দটি শুনলেই মনে পড়ে যায় গ্রামের কথা। যেখানে নদীর তীরে কিংবা বিশাল বট গাছের নিচে সপ্তাহের নির্দিষ্ট একটি দিনকে হাটবার হিসেবে নির্ধারণ করা হয়। হাটে স্থানীয়রা নিজেদের উৎপাদিত সবজি-তরিতরকারি থেকে শুরু করে হাঁস-মুরগি-ডিম-মাছসহ অনেক কিছুরই পসরা সাজিয়ে বসেন।

হাট শব্দটি শুনলেই মনে পড়ে যায় গ্রামের কথা। যেখানে নদীর তীরে কিংবা বিশাল বট গাছের নিচে সপ্তাহের নির্দিষ্ট একটি দিনকে হাটবার হিসেবে নির্ধারণ করা হয়। হাটে স্থানীয়রা নিজেদের উৎপাদিত সবজি-তরিতরকারি থেকে শুরু করে হাঁস-মুরগি-ডিম-মাছসহ অনেক কিছুরই পসরা সাজিয়ে বসেন।

তবে, শুনতে অবাক লাগলেও কংক্রিটের ঢাকা শহরেও তেমন একটি হাট বসে। রাজধানীর বনশ্রীর পাশে মেরাদিয়ায় প্রায় একশ বছর ধরে প্রতি বুধবার বসে এই হাট।

ইনসাইড বাংলাদেশে থাকছে মেরাদিয়ার শতবর্ষী হাটের গল্প।

Comments

The Daily Star  | English

Where lives get 're-rolled' into misery

Workers compelled to work in unsafe conditions with low wages

7m ago