১৪ মাস পর মানবদেহে পরীক্ষার অনুমোদন বঙ্গভ্যাক্সের

করোনাভাইরাসের নতুন ধরন এবং নতুন টিকা নিয়ে জীবনরক্ষার যুদ্ধে নেমেছে পুরো বিশ্ব, সেখানে খুড়িয়ে হাঁটছে বাংলাদেশ। ১৪ মাস পর বাংলাদেশের প্রথম করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্স অনুমোদন পেল মানবদেহে পরীক্ষার জন্য।

করোনাভাইরাসের নতুন ধরন এবং নতুন টিকা নিয়ে জীবনরক্ষার যুদ্ধে নেমেছে পুরো বিশ্ব, সেখানে খুড়িয়ে হাঁটছে বাংলাদেশ। ১৪ মাস পর বাংলাদেশের প্রথম করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্স অনুমোদন পেল মানবদেহে পরীক্ষার জন্য।

যেখানে বিশাল অঙ্কের টাকা খরচ করে আমদানি করে টিকাদান কর্মসূচি চলছে, সেখানে গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্সের এই অগ্রগতি কতটা কাজে আসবে? আর কতদিন লাগবে এই টিকার চূড়ান্ত অনুমোদন পেতে? নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে কি বঙ্গভ্যাক্স কার্যকর?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশে উদ্ভাবিত প্রথম করোনাভাইরাস টিকা বঙ্গভ্যাক্স মানব পরীক্ষার নীতিগত অনুমোদন নিয়ে আলোচনায় দেবযানী শ্যামার সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আল-মাসুম মোল্লা।
 

Comments

The Daily Star  | English
Default loan in Bangladesh,

Default loans reach record Tk 1.56 lakh crore

The bad loans rose by Tk 24,419 crore in the last three months to June

1h ago