খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭

ছবি: সংগৃহীত

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ২৯৭ জনের শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ১৩ জনের মৃত্যু হয় এবং ৩০০ জনের করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ দুই জন করে মারা গেছেন খুলনা ও কুষ্টিয়ায়। এ ছাড়া নড়াইল, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট এক লাখ সাত হাজার ৮১৭ জনের শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৯৬১ জন।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

9h ago