নোয়াখালীতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ শনাক্ত ৩২.২৯ শতাংশ

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭০৯টি নমুনা পরীক্ষায় ২২৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২৯ শতাংশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭০৯টি নমুনা পরীক্ষায় ২২৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২৯ শতাংশ।

আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৬৮ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখানে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯১ জনে।

তিনি জানান, মৃতদের মধ্যে সদর উপজেলার ৩৪ জন, সুবর্ণচরের পাঁচ জন, হাতিয়ার দুই জন, বেগমগঞ্জের ৬০ জন, সোনাইমুড়ীর ১৫ জন, চাটখিলের ২৩ জন, সেনবাগের ২৫ জন, কোম্পানীগঞ্জের চার জন ও কবিরহাটের ২৩ জন রয়েছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৩৭ জন, সুবর্ণচরের একজন, হাতিয়ার তিন জন, বেগমগঞ্জের ৫৩ জন, সোনাইমুড়ীর ৪৭ জন, চাটখিলের ৩৩ জন, সেনবাগের ৩৯ জন ও কবিরহাটের ১৬ জন রয়েছেন।

জেলায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৩২০ জন।

আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছয় হাজার ৫৭ জন এবং কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৭ জন।

Comments

The Daily Star  | English

Secondary schools to reopen Saturday, primary on Sunday

Academic activities at all secondary-level educational institutions will resume on Saturday, the Ministry of Education said today

3h ago