বেনাপোল দিয়ে চতুর্থ চালানে ২০০ মে.টন অক্সিজেন আমদানি

বেনাপোল স্থলবন্দর দিয়ে চতুর্থ দিনের মতো ভারত থেকে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনে করে এসেছে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন।
‘অক্সিজেন এক্সপ্রেস’। ছবি: সংগৃহীত

বেনাপোল স্থলবন্দর দিয়ে চতুর্থ দিনের মতো ভারত থেকে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনে করে এসেছে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন।

আজ রোববার বিকেলের দিকে ১০ কন্টেইনার অক্সিজেনবাহী ট্রেনটি বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

এর আগে গত ২৪, ২৮ ও ৩০ জুলাই ২০০ মেট্রিক টন করে মোট ৬০০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করা হয় ভারত থেকে।

আজকের চালানটিসহ চার দিনে ভারত থেকে এসেছে ৮০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন।

লিন্ডে বাংলাদেশ এই অক্সিজেন আমদানি করেছে।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, চতুর্থ চালানে ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের 'অক্সিজেন এক্সপ্রেস' বেনাপোল বন্দর হয়ে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের উদ্দেশে ছেড়ে গেছে।

বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেওয়া হয়েছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে।

Comments

The Daily Star  | English

Rain, at last, in some parts of Dhaka

After a month-long severe heatwave, Dhaka experienced rain and thundershowers in parts of the capital last night

46m ago