ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ৫৬.৩০ শতাংশ

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত পাঁচ জন মারা গেছেন। যা এই জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যু।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলার মোট ১১৯টি নমুনা পরীক্ষা করে ৬৭ জনের শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৬.৩০ শতাংশ।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ বলেন, 'ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ষাটোর্ধ্ব তিন জন পুরুষ ও দুজন নারী মারা গেছেন।'
জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন সাত হাজার ৬৫৪ জন এবং সুস্থ হয়েছেন চার হাজার ৬৮৮ জন।
Comments