মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৩

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। ৩ জনের মধ্যে ২ জন নারী ও একজন পুরুষ। তাদের প্রত্যেকের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল। ৩ জনের মধ্যে ২ জনের বাড়ি ময়মনসিংহে ও একজনের নেত্রকোণায়।'

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ৮৬ জন। এর মধ্যে ৭ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই সময়ে ওয়ান স্টপ ফ্লু কর্নারে ৯৫ জন ও একজন টেলিমেডিসিন সেবা নিয়েছেন— বলেন ডা. মহিউদ্দিন।

Comments

The Daily Star  | English
food crisis

Thailand trip a step forward in efforts to protect economic interests: PM

Prime Minister Sheikh Hasina declared her recent six-day trip to Thailand as a landmark success, aimed at safeguarding Bangladesh's economic interests and elevating its regional presence

21m ago