রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন করোনায় এবং ২ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট। স্টার ফাইল ছবি/আনোয়ার আলী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন করোনায় এবং ২ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মারা যাওয়া ৪ জনের মধ্যে ১ জন রাজশাহী, ২ জন চাঁপাইনবাবগঞ্জ ও ১ জন কুষ্টিয়ার বাসিন্দা।'

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১৩ জনের শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৭০টি নমুনা পরীক্ষা করে ৭ জনকে শনাক্ত করা হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ৮১ শতাংশ ও নাটোরে ৯ দশমিক ১০ শতাংশ ও জয়পুরহাটে ৩ দশমিক ৩৩ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ২২ জন। আজ সকাল পর্যন্ত ২৪০টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১১৪ জন।

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago