করোনাভাইরাস

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন পুরুষ ও ১০ জন নারী। আজ মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন পুরুষ ও ১০ জন নারী। আজ মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '২১ জনের মধ্যে সাত জনের বাড়ি রাজশাহীতে, পাঁচ জন পাবনা, চার জন নওগাঁ, তিন জন নাটোর, একজন চাঁপাইনবাবগঞ্জ ও একজনের বাড়ি ঝিনাইদহে। এদের মধ্যে ১০ জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে তিন জনের বাড়ি রাজশাহীতে, দুই জন করে ছয় জনের বাড়ি নাটোর, নওগাঁ ও পাবনায় এবং একজন ঝিনাইদহের বাসিন্দা।'

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৬৮ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৪৪৭টি নমুনা পরীক্ষা করে ১৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৭৩টি নমুনা পরীক্ষা করে ২৫ জন ও নাটোরের ২৭৪টি নমুনা পরীক্ষা করে ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২২ দশমিক ৫২ শতাংশ ও নাটোরে ৩৮ দশমিক ৩২ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৪০ জন। এর আগে ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৩৯৯ জন।

Comments

The Daily Star  | English

Met office issues 48-hour heat alert

Bangladesh Meteorological Department (BMD) today issued a countrywide heat alert for 48 hours starting this evening

1h ago