ডেঙ্গু: আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১০ জন ঢাকার বাইরে এবং বাকিরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে চলতি বছরে মোট চার হাজার ৩১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে ১৫৭ জন ঢাকার বাইরে।
এর মধ্যে, চলতি মাসেই এক হাজার ৬৬১ জনের ডেঙ্গু শনাক্ত হয়। জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৯৭ জন এবং ঢাকার বাইরে ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
Comments