করোনাভাইরাস

শরীয়তপুরে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৯.৮০ শতাংশ

শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় ২৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৪৯ দশমিক ৮০ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
প্রতীকী ছবি। সংগৃহীত

শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় ২৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৪৯ দশমিক ৮০ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ সোমবার দুপুরে শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় ২৬৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সর্বোচ্চ সংখ্যক ৫৮৩ জনের করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।'

শরীয়তপুরে এ যাবত কালে এটাই সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত এবং জেলায় করোনা রোগীর সংখ্যা এক হাজারে ছাড়িয়েছে বলেও জানান তিনি।

শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে শনাক্ত হওয়া ১৩১ জনের মধ্যে সদর উপজেলায় আছেন ১২ জন, জাজিরা উপজেলায় ২৫ জন, নড়িয়া উপজেলায় ৪০ জন, ডামুড্যায় ২৭ জন ও গোসাইরহাটে ২৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় গোসাইরহাট উপজেলায় এক জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন ৮৮ জন।

শরীয়তপুরে এ পর্যন্ত ১৬ হাজার ৫৬২টি নমুনা পরীক্ষা করে ১৬ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৪৬ জন। বর্তমানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা এক হাজার ১২২ জন ছাড়িয়েছে।

বর্তমানে হাসপাতাল আইসোলেশন ওয়ার্ডে ১২ জন করোনা রোগী ভর্তি আছেন এবং করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৪ জন।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

9h ago