২৪ ঘণ্টায় শনাক্ত ১২.২০ শতাংশ, মৃত্যু ১

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে ১ হাজার ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.২০ শতাংশ।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের বাসিন্দা। 

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৭১৯ জন ঢাকা বিভাগের, ৩৩ জন ময়মনসিংহ বিভাগের, ১৪৩ জন চট্টগ্রাম বিভাগের, ৪২ জন রাজশাহী বিভাগের, ৩৬ জন রংপুর বিভাগের, ৭৬ জন খুলনা বিভাগের, ৩৩ জন বরিশাল বিভাগের এবং ২২ জন সিলেট বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছিল এবং ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৯.৬৬ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৯৯ হাজার ৩৯৫ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৫০ জন।

গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ১০৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ২৯ হাজার ৮৯২ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।

বাংলাদেশে করোনা প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

5h ago