নতুন প্রেমে অ্যাঞ্জেলিনা জোলি

হলিউড হার্টথ্রব অ্যাঞ্জেলিনা জোলি নতুন প্রেমে জড়িয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
Angelina Jolie
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত

হলিউড হার্টথ্রব অ্যাঞ্জেলিনা জোলি নতুন প্রেমে জড়িয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

গতবছর ব্র্যাড পিটের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার আগে থেকেই নাকি এই প্রেমে মজেছিলেন জোলি। আর এখন তাঁকে বিয়ে করার কথা ভাবছেন তিনি। খবরে প্রকাশ, তিনিই হবেন জোলির “চতুর্থ পতি”।

এক ঘনিষ্ঠ সূত্র হলিউডলাইফডটকমকে বিশেষভাবে জানিয়েছে, “অ্যাঞ্জেলিনা জোলি এই নতুন প্রেমে মজেছিলেন ব্র্যাডের সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই।”

জোলির এই নতুন প্রেমিককে “রহস্য মানব” বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র মতে, “যে ভদ্রলোকের সঙ্গে জোলি সময় কাটাচ্ছেন তিনি উদার ও দানশীল ব্যক্তি। এছাড়াও, তাঁর রয়েছে রাজনীতি করার ইচ্ছা, যা জোলিরও পছন্দ।”

এছাড়াও, সাপ্তাহিক ম্যাগাজিন ইনটাচ জানায়, লন্ডনে অবকাশ যাপনের সময় ছয় সন্তানের জননী অ্যাঞ্জেলিনা জোলি তাঁর মিচুয়্যাল ফ্রেন্ডদের মাধ্যমে সেই নতুন প্রেমিকের সঙ্গে দেখা করেছিলেন।

জোলি তাঁর সন্তানদের সঙ্গে সেই রহস্য মানবকে “কয়েক সপ্তাহের” মধ্যে পরিচয় করিয়ে দিবেন বলেও ম্যাগাজিনটিতে বলা হয়।

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

29m ago