শাহরুখ বিশ্বের ৬৫তম দামি তারকা, ৭১তম সালমান

ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত এবছরে বিশ্বের সবচেয়ে দামি তারকাদের তালিকায় বলিউড বাদশাহ শাহরুখ খান রয়েছেন ৬৫তম স্থানে।
shah rukh salman aksha
বলিউড অভিনেতা শাহরুখ খান (বামে), সালমান খান (মাঝে) এবং অক্ষয় কুমার। ছবি সংগৃহীত

ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত এবছরে বিশ্বের সবচেয়ে দামি তারকাদের তালিকায় বলিউড বাদশাহ শাহরুখ খান রয়েছেন ৬৫তম স্থানে।

তালিকায় বলিউডের অপর তারকা সালমান খান রয়েছেন ৭১তম এবং অক্ষয় কুমার ৮০তম স্থানে।

ফোর্বসের হিসেবে ২০১৬ সালে ১ জুন থেকে এবছরের ১ জুন পর্যন্ত শাহরুখের আয় ছিলো ৩৮ মিলিয়ন ডলার। সম পরিমাণ আয় করে আমেরিকান সংগীতশিল্পী জেনিফার লোপেজ এবং ডিজে জুটি দ্য চেইনস্মোকার রয়েছেন শাহরুখের স্থানে।

তালিকায় অপর বলিউড তারকা সালমান খান ৩৭ মিলিয়ন ডলার আয় করে তালিকার ৭১তম স্থানে রয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন ব্রাজিলীয় ফুটবলার নেইমার এবং আমেরিকান সাংবাদিক-লেখক বিল ও’রেইলি।

ভারতে এবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা অক্ষয় কুমার ফোর্বসের তালিকায় রয়েছেন ৮০তম স্থানে। তাঁর আয় সাড়ে ৩৫ মিলিয়ন ডলার। এ তালিকায় আরও রয়েছে আমেরিকান রক ব্যান্ড বন জোভি।

 

তথ্যসূত্র: ফোর্বস ম্যাগাজিন

Comments

The Daily Star  | English

Bribe taken at minister’s house now in DB custody

A representative of Zakir Hossain, state minister for primary education, has returned Tk 9.5 lakh allegedly taken in bribes from a man seeking to be a primary school teacher.

5h ago