মাহির নায়ক সোহম, মার্চে শুটিং শুরু

৭ মার্চ থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘ময়না’ ছবির শুটিং। ছবিতে মাহিয়া মাহির বিপরীতে থাকছেন কলকাতার সোহম। ইতোমধ্যে তাকে চুক্তিবদ্ধ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন আরশাদ অদনান। অনন্য মামুন পরিচালিত ময়না’র আগামী ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন মাহিয়া মাহি। এর আগে কলকাতার অংকুশের বিপরীতে অভিনয় করলেও সোহমের সঙ্গে প্রথমবার অভিনয় করছেন তিনি।
দ্য ডেইলি স্টার অনলাইনকে মাহি বলেন, “আমার মনের মতো একটি চরিত্র ময়না। আমার কাছে সেরা একটি চরিত্র হবে এটি। আশা করছি দর্শকরা ভালো কিছু পাবে। আমার জীবনের সেরা চরিত্রের একটি হয়ে থাকবে ময়না।”
Comments