গোপনীয়তা ফাঁস করলেন মিলা

পপশিল্পী মিলা তাঁর স্বামী পারভেজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এবং অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কের বিষয়টি উল্লেখ করেছেন অনেকবার। তবে এ বিষয়ে আগে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। অবশেষে, সেই গোপনীয়তাও ফাঁস করে দিলেন “বাপুরাম সাপুরে”-খ্যাত এই শিল্পী।
মিলা তাঁর ফেসবুক পেজে ৮৬টি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে বিভিন্ন মেয়ের সঙ্গে তাঁর স্বামী পারভেজের চ্যাটিং রয়েছে। শুধু তাই নয়, ফোন কল রেকর্ডও শেয়ার করেছেন তিনি।
মিলা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই বিষয়গুলো নিয়ে কী বলবো জানি না। যে মানুষটিকে ১০ বছরেও চিনলাম না, তাকে এই কয়েকমাসে চিনতে হলো।”
“পারভেজের সঙ্গে ফেসবুকেও যুক্ত ছিলাম না। তখন বুঝতে পারিনি কেন এমন গোপন রাখছে বিষয়গুলো, এখন বুঝলাম,” যোগ করেন মিলা।
তবে এসব তথ্য ফাঁসের পর তিনি হুমকির মধ্যে রয়েছেন বলেও উল্লেখ করেন। বিভিন্ন সময়ে অনেকেই তাঁকে হুমকি দিচ্ছে এমন অভিযোগও এই কণ্ঠশিল্পীর।
Comments