এই পুরস্কার নিয়ে মানুষ কথা বলার সুযোগ পাবে না: কাজী হায়াৎ
চলচ্চিত্র সংশ্লিষ্টদের সেরা কাজের পুরস্কার দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এই আয়োজনের সঙ্গী হয়েছে এটিএন বাংলা।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ও ওয়েবফিল্মের মধ্য থেকে ২১টি বিভাগে 'এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড' দেওয়া হবে ২২টি।
গতকাল শনিবার বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়৷
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, 'আগামী ২৮ অক্টোবর পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। এর আগে ২৪ আগস্টের মধ্যে পরিচালক সমিতিতে পুরস্কারের জন্য সিনেমা জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।'
অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, 'এর আগে আমি যতগুলো সিনেমা বানিয়েছি, বেশিরভাগ সুপারহিট হয়েছে। আগামী ঈদুল আজহার আগে ৬টি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছি। এ জন্য পরিচালক সমিতির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি ভালো ভালো সিনেমা আসবে।'
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, 'দুনিয়ার সব পুরস্কার নিয়ে মানুষ কথা তোলে। অনেক জায়গায় পুরস্কার প্রাপ্তদের নাম রাতারাতি বদলে যেতে দেখেছি। আমাদের এই পুরস্কার নিয়ে মানুষ কথা বলার সুযোগ পাবে না বলে আশা করছি।'
সংবাদ সম্মেলন উপস্থাপনা করেন চিত্রনায়ক সাইমন সাদিক ও ইমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অরুনা বিশ্বাস, নিপুণ আক্তার, খোরশেদ আলম খসরু, মুশফিকুর রহমান গুলজার, ছটকু আহমেদ, শাহীন কবীর টুটুল, অপূর্ব রানাসহ অনেকে।
Comments