ময়মনসিংহে আমার দাদার পূরবী সিনেমা হল ছিল: ইন্তেখাব দিনার
অভিনেতা ইন্তেখাব দিনার অভিনীত সিনেমা 'বীরত্ব' মুক্তি পাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর। এই সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
মঙ্গলবার রাতে সিনেমাটি মুক্তি উপলক্ষে বিএফডিসির জহির রায়হান মিলানায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্তেখাব দিনার বলেন, 'ময়মনসিংহ শহরে আমার দাদার পূরবী সিনেমা হল ছিল। সেখানে ছোটবেলায় স্বপ্নের নায়ক-নায়িকা রাজ্জাক, শাবানা, ববিতা অভিনীত সিনেমার পোস্টার আসতো আমাদের বাসায়। এইগুলো দেখে খুব ভালো লাগতো। সেখান থেকে প্রথম সিনেমার প্রতি আগ্রহী হয়ে উঠি।'
'এছাড়া একটু বড় হয়ে যখন স্কুল পড়ছি স্কুল পালিয়ে হুমায়ুন ফরীদির সিনেমা দেখছি। তার অভিনয় দেখেই সিনেমায় আগ্রহী হয়েছি। অভিনয়ে নিজের ইমেজ ভেঙে এই ছবিতে প্রথম ভিন্ন ইমেজে কাজ করেছি। কতটুকু পেরেছি জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই সিনেমায় খলনায়ক হিসেবে নিজেকে আবিষ্কার করেছি,' বলেন তিনি।
পরিচালক সাইদুল ইসলাম রানা পরিচালিত 'বীরত্ব' সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ, ইমন, সালওয়া, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু, কচি খন্দকারসহ অনেকে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান,শাহীন সুমন, মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেকে।
Comments