যে কারণে মুখোমুখি অপু-বুবলি-পূজা চেরি

আগামী ঈদে মুখোমুখি লড়াইয়ে নামছেন বাংলা সিনেমার ৩ নায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলি ও পূজা চেরি।
অপু বিশ্বাস, শবনম বুবলি, পূজা চেরি, ঈদ,
অপু বিশ্বাস, শবনম বুবলি ও পূজা চেরি।

আগামী ঈদে মুখোমুখি লড়াইয়ে নামছেন বাংলা সিনেমার ৩ নায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলি ও পূজা চেরি।

ঈদে মুক্তি পাবে অপু বিশ্বাসের 'প্রেম প্রীতির বন্ধন'। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জয় চৌধুরী। এছাড়া, সাইমন সাদিকের বিপরীতে 'লাল শাড়ি' মুক্তির তালিকায় আছে এই অভিনেত্রীর।

শবনম বুবলির 'লিডার:আমিই বাংলাদেশ' মুক্তি পাচ্ছে ঈদে। তার সঙ্গে অভিনয় করেছেন শাকিব খান। ইতোমধ্যে সিনেমাটি টিজার প্রকাশিত হয়েছে। ঈদে শুধু এই সিনেমাতে দেখা যাবে তাদের।

ঈদে আসছে পূজা চেরির 'জ্বিন'। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সজল। ইতোমধ্যে তারা সিনেমার প্রচারণা শুরু করেছেন। গত ঈদে শাকিব খানের বিপরীতে 'গলুই' সিনেমাতে দেখা গিয়েছিল তাকে।

এখন দেখার বিষয় এই ৩ নায়িকা কতটা মাতাতে পারেন ঈদের প্রেক্ষাগৃহ, কতটা সফল হতে পারেন তারা।

Comments