আজ ঈদের আনন্দমেলার থাকছেন যে তারকারা

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক ইমনের উপস্থাপনায় এবারের আনন্দমেলায় থাকছেন একাধিক তারকাশিল্পী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রতিবারের মতো এবারও আজ ঈদের দিন রাত ১০টায় দেখা যাবে ম্যাগাজিন অনুষ্ঠান 'আনন্দমেলা'।

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক ইমনের উপস্থাপনায় এবারের আনন্দমেলায় থাকছেন একাধিক তারকাশিল্পী।

আয়োজনে 'শিল্পী আমি তোমাদেরই গান শোনাব'তে গান শোনাবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। থাকবে ইমরান ও কণার কণ্ঠে দ্বৈত গান; সালমা, ঐশি ও গামছা পলাশের ফোক গান। জনপ্রিয় নয়টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলি।

আরও থাকছে বেশ কয়েকটি নাটিকা এবং শাওন মজুমদার, রাইসা সুলতানা ও তারেক মাহমুদের কৌতুক পরিবেশনা।

অনুষ্ঠানে কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও তার দল।

আনন্দমেলা প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদ।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago