কক্সবাজার সৈকতে একদিনে ভেসে এলো ২৪ মৃত মা কাছিম

কাছিমগুলো অলিভ রিডলি প্রজাতির। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে শুক্রবার ভেসে এসেছে ২৪টি মৃত মা কাছিম। অলিভ রিডলি প্রজাতির কাছিমগুলোকে ডিসেকশন করে পেটে ডিম পেয়েছেন বিজ্ঞানীরা।

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া থেকে টেকনাফ সৈকত ও সোনাদিয়া উপকূলে কাছিমগুলো ভেসে আসে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) বিজ্ঞানীরা সরেজমিনে পরিদর্শন করে এসব তথ্য জানান।

বোরি'র জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, 'শুক্রবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা ৮ মিনিট পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন সৈকতে মোট ২৪টি মৃত কাছিম পেয়েছি এবং সেগুলো বালুতে চাপা দিয়েছি। কাছিমগুলো ডিসেকশন করে ডিম পাওয়া গেছে। সমুদ্রে এভাবে প্রজনন মৌসুমে মৃত মা কাছিম ভেসে আসা খুবই উদ্বেগের।'

তিনি জানান, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রজনন মৌসুমে গভীর সাগর পাড়ি দিয়ে অলিভ রিডলি মা কাছিম ডিম পাড়তে আসে। এসময় তারা প্রজনন ক্ষেত্রে আসার পথে জালে আটকা পড়ে বা অন্য কোনোভাবে আঘাত পেয়ে মারা পড়ছে। উদ্ধার করা অধিকাংশ কাছিমের শরীরে জাল ও রশি পেঁচানো রয়েছে। 

তরিকুল ইসলাম বলেন, 'এ মৌসুমের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৭৬টি অলিভ রিডলি মা কাছিম থেকে ৯ হাজার ১০৭টি ডিম সংগ্রহ করা হয়েছে। এসব ডিম সৈকতের প্রাকৃতিক হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে। তবে এক সপ্তাহ ধরে নতুন করে কোনো কাছিম ডিম দেয়নি।' 

বোরির মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ বলেন, 'ভেসে আসা সামুদ্রিক প্রাণীর মৃতদেহের নমুনা সংগ্রহ করে কারণ অনুসন্ধানে কাজ করছেন বিজ্ঞানীরা। এসব প্রাণীর বিচরণ ও বাসস্থানে কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।'

এর আগে, গত বুধ ও বৃহস্পতিবার একই সমুদ্র উপকূলে আরও ১৫টি মৃত মা কাছিম ভেসে এসেছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত ৮৩টি সামুদ্রিক মৃত মা কাছিম ভেসে আসার তথ্য জানিয়েছেন বোরি'র বিজ্ঞানীরা।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

1h ago