হামলায় নেতৃত্ব দেওয়া ২ হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলে হামলার নেতৃত্বদানকারী হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
আজ শনিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা হামাসের এরিয়াল সিস্টেমের প্রধান মেরাদ আবু মেরাদ এবং একটি কমান্ডো ফোর্সের কোম্পানি কমান্ডার আলী কাদিকে হত্যা করেছে।
ইসরায়েলের বিমান বাহিনীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সীমান্ত পেরিয়ে দক্ষিণ ইসরায়েলের বসতিগুলোতে হামলার নেতৃত্বে ছিলেন হামাস কমান্ডার আলী কাদি।
ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, নিরাপত্তা সংস্থা শিন বেত ও সামরিক গোয়েন্দা অধিদপ্তরের প্রচেষ্টায় ড্রোন হামলা চালিয়ে আলী কাদিকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত হামাসের কোনো মন্তব্য পায়নি বিবিসি।
Comments