বেলুচিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে গতকাল সন্ধ্যায় নিখোঁজ হওয়া পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ছয় জন সেনা নিহত হয়েছেন।
রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের উপর দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার উড়েছে। ১০ ডিসেম্বর, ২০১৯। এএফপি ফাইল ছবি

পাকিস্তানের বেলুচিস্তানে গতকাল সন্ধ্যায় নিখোঁজ হওয়া পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ছয় জন সেনা নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার পাকিস্তান ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে সামরিক হেলিকপ্টারটি নিখোঁজ হয়। হেলিকপ্টারে থাকা কর্মীরা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্যা ত্রাণ কার্যক্রম তদারকি করছিলেন।

স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষা এবং মারাত্মক বন্যা এ বছর পাকিস্তানে মারাত্মকভাবে আঘাত হেনেছে, এ পর্যন্ত কয়েক'শ মানুষ মারা গেছেন এবং বিশেষ করে বেলুচিস্তান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ভাগ্যজনক হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ মুসা গোথ, উইন্দার, লাসবেলায় পাওয়া গেছে। এতে বলা হয়, প্রাথমিক তদন্ত অনুযায়ী 'প্রতিকূল আবহাওয়ার' কারণে এ দুর্ঘট ঘটে।

জিও নিউজ জানিয়েছে, কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ৬ কর্মকর্তা ও সেনা সদস্য মারা গেছেন বলে জানিয়েছে সেনাবাহিনীর মিডিয়া উইং।

Comments