ভুল সংশোধন

গত ১৮ আগস্ট বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারে ‘কাবুলে মসজিদে বিস্ফোরণে ইমামসহ নিহত ২০, আহত ৪০’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
গত ১৮ আগস্ট বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারে প্রকাশিত সংবাদ।
গত ১৮ আগস্ট বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারে প্রকাশিত সংবাদ।

গত ১৮ আগস্ট বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারে 'কাবুলে মসজিদে বিস্ফোরণে ইমামসহ নিহত ২০, আহত ৪০' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রকাশিত প্রতিবেদন মতে, আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলের খায়ের খান্না মহল্লার সিদ্দিকিয়া মসজিদ মাগরিবের নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও ৪০ জন আহত হন।

দ্য ডেইলি স্টারে প্রতিবেদনের অন্যতম সূত্র ছিল ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের ১৮ আগস্ট প্রকাশিত প্রতিবেদন 'At least 10 dead after huge bomb rips through Kabul mosque'। পরবর্তীতে জানা যায়, প্রতিবেদনের সঙ্গে ব্যবহৃত একটি ছবি (যেটি দ্য ডেইলি স্টারের প্রতিবেদনেও যুক্ত করা হয়েছিল) সাম্প্রতিক ঘটনার নয়, বরং ২০১৯ সালের জুলাই আফগানিস্তানের কাবুলে বোমা বিস্ফোরণের ঘটনার।

এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দ্য ডেইলি স্টার দুঃখিত। ইতোমধ্যে ছবিটি পরিবর্তন করে দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Foreign airlines’ $323m stuck in Bangladesh

The amount of foreign airlines’ money stuck in Bangladesh has increased to $323 million from $214 million in less than a year, according to the International Air Transport Association (IATA).

12h ago