জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় গ্রামপুলিশ নিহত

জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানে ট্রাকচাপায় একজন নিহত হয়েছে।
আজ রোববার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হামিদুল ইসলাম (৪৫) আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ গ্রামপুলিশের সদস্য ছিলেন। তিনি কালাই উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিহত হামিদুল ও তার ছেলে ইট কেনার জন্য বাড়ি থেকে অটোভ্যানযোগে জয়পুরহাটের জামালপুর এলাকার একটি ইটভাটায় যাচ্ছিলেন। পথে সদর উপজেলার পাকারমাথা মোড়ে আক্কেলপুর থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। হামিদুল ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
Comments