চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

বন্দরনগরী চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. আজাদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

বন্দরনগরী চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. আজাদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার সকালে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

আজাদ নতুন বাজার পাহাড়তলী এলাকার লাদু ইব্রাহিমের ছেলে।

পুলিশ জানিয়েছে, ভোর ৫টার দিকে নতুন বাজার বিশ্বরোড এলাকায় আজাদ ছুরিকাঘাতে আহত হন।

মোস্তাফিজুর রহমান বলেন, 'ওই যুবক ও তার ভাই বিশ্বরোড এলাকার একটি জমি দেখাশোনা করতেন। জমিতে প্রস্রাব করা নিয়ে গতকাল সন্ধ্যায় একদল যুবকের সঙ্গে তাদের ঝগড়া হয়েছিল।'

'আজাদ ও তার ভাই নিষেধ করায় যুবকদের সঙ্গে তাদের ঝগড়া এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছায়। ওই ঘটনার জের ধরে পরবর্তীতে আজাদের পিঠে ও বুকে ছুরিকাঘাত করে তারা। এতে আজাদ গুরুতর আহত হন,' বলেন মোস্তাফিজুর রহমান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, 'ভোর ৫টা ২০ মিনিটে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।'

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে, জানান তিনি।

Comments