রাজশাহীতে পোলট্রি ফিড বহনকারী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ

বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজশাহীর মোহনপুরে একটি পোলট্রি ফিড বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আজ সোমবার বিকেল ৩টার দিকে মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নন্দনহাটি এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বলেন, 'ট্রাকে অগ্নিসংযোগকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। আমরা এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছি।'
ট্রাকের চালক জহুরুল ইসলামের ভাষ্য, রাজশাহী থেকে পোলট্রি ফিড নিয়ে বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ার দিকে যাওয়ার পথে ছয়টি মোটরসাইকেলে ১২ জনের বেশি লোক এসে ট্রাকটিকে থামায়।
তিনি বলেন, 'ওই লোকেরা আমাদের ট্রাকের দিকে হাতবোমা নিক্ষেপ করলে সেটা কয়েক ফুট আগে বিস্ফোরিত হয়। কেবিনের ভেতরে আমরা তিনজন ছিলাম। এরপর প্রাণ বাঁচাতে আমরা ট্রাক থেকে বের হয়ে যাই।'
হামলাকারীরা লাঠি দিয়ে ট্রাকের সামনের উইন্ডশিল্ড ও জানালা ভাংচুর করার পাশাপাশি ট্রাকের ভেতরে প্রেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় বলে জানান জহুরুল ইসলাম। একইসঙ্গে তারা জ্বলন্ত ট্রাকের ভিডিও ধারণ করে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়।
পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি হরিদাস মণ্ডল।
পুলিশের ভাষ্য, আগুনে ট্রাকটির কেবিন বাজেভাবে পুড়ে গেছে। পোল্ট্রি ফিডের খানিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
Comments