চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবক আহত

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ চৌধুরী বাবু (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন।
আজ শনিবার বিকেলে উপজেলার পূর্ব গজরা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বাবু নির্মাণ ব্যবসায়ী এবং ব্যবসায়িক কোন্দলের জের ধরে এই ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাবু তার নির্মাণাধীন ভবন পরিদর্শনে গেলে একদল যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে বাবু আহত হন।'
'প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়,' যোগ করেন তিনি।
আমিন আরও বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ব্যবসায়িক শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে।
Comments