কক্সবাজারে একে-৪৭ রাইফেলসহ আরাকান আর্মি সদস্যের আত্মসমর্পণ

কক্সবাজারের উখিয়া উপজেলায় আরাকান আর্মির এক সশস্ত্র সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে ওই যুবক বাংলাদেশে প্রবেশ করে।
বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক ব্যক্তির নাম জীবন তঞ্চঙ্গ্যা (২১)। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জনবনিয়া গ্রামের চিনমং তঞ্চঙ্গ্যার ছেলে। তিনি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ আত্মসমর্পণ করেছেন।
'জীবনের ভাষ্য অনুযায়ী, আরাকান আর্মির মোট ৩০০ সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে গেছেন। তারা যেকোনো সময় আত্মসমর্পণের জন্য বাংলাদেশে প্রবেশ করতে পারেন,' জানান জসিম উদ্দিন।
তিনি আরও জানান, এ ঘটনার পর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
'জিজ্ঞাসাবাদে আটক যুবক জানিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তা হুমকির কারণে তিনি অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছেন। তাকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান,' বলেন জসিম উদ্দিন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনার কয়েক ঘণ্টা আগে—রোববার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমার অংশে প্রচণ্ড গুলির শব্দ শোনা যায়।
ঘুমধুম ইউনিয়নের শূন্যরেখা সংলগ্ন গ্রামের বাসিন্দারা বলেন, দীর্ঘদিন পর এ ধরনের গুলির শব্দ শোনা গেল।
কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্তের ৩৪ ও ৩৫ নম্বর পিলারের কাছে শূন্যরেখা থেকে প্রায় ৩০০ থেকে ৩৩০ মিটার ভেতরে মিয়ানমার অংশে এ গুলিবর্ষণ হয়েছে।
'বাংলাদেশের দিকে কোনো গুলি আসেনি। এটি মিয়ানমারের অভ্যন্তরীণ ঘটনা,' যোগ করেন তিনি।
স্থানীয় বাসিন্দা মাহামুদুল হাসান বলেন, 'অনেক দিন পর গুলির শব্দ শুনলাম। বেশ কিছুক্ষণ ধরে শব্দ হচ্ছিল, কিন্তু ওখানে কী ঘটছে তা বোঝা মুশকিল।'
Comments