কেন্দ্রের সামনে ২ কাউন্সিলর প্রার্থী-সমর্থকদের মারামারি, পুলিশের লাঠিচার্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে স্বপ্নডানা একাডেমির নারী কেন্দ্রের সামনে 'ডালিম' প্রতীকের কাউন্সিলর প্রার্থী শব্দর আলী ভূঁইয়া ও 'উটপাখি' প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর হোসেনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে৷
আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটলে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উভয়পক্ষের সমর্থকদের ধাওয়া দেয় ও লাঠিচার্জ করে৷
কেন্দ্রটি নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বাড়ির কয়েক মিটার দূরে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কাউন্সিলর প্রার্থীর তর্কের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে৷ এ সময় ককটেল ছুড়ে মারতেও দেখা যায়৷ একটি ককটেল বিস্ফোরিত হয়৷ তবে লাল স্কচটেপ মোড়ানো ককটেল সদৃশ দুটি বস্তু সংসদ সদস্যের বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়৷
মারামারির ঘটনায় আহত জাহাঙ্গীর হোসেনকে দুপুর সোয়া একটার দিকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিতে দেখা যায়৷ জাহাঙ্গীর আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং এ নির্বাচনে 'উটপাখি' প্রতীকে লড়ছেন৷
তার ভগ্নিপতি মনির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রথম দফায় কৃষ্ণপুরা এলাকায় মহিলা ভোটকেন্দ্রের সামনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শব্দর আলী ও তার লোকজন জাহাঙ্গীর হোসেনকে মারধর করে৷ দ্বিতীয় দফায় নিজ বাড়ির সামনে তাকে আবারও মারধর করে৷ লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করেছে৷ গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাকে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজের দিকে নেওয়া হয়েছে৷'
'পুলিশ-প্রশাসনের লোকজনের সামনে বর্তমান কাউন্সিলরকে মারধর করল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার লোকজন কিন্তু তারা কিছুই করল না,' অভিযোগ করেন মনির৷
জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ('গ' সার্কেল) আবির হোসেন বলেন, 'কেন্দ্রের সামনে বিশৃঙ্খলা হয়েছে ৷ আমরা উপস্থিত হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে৷'
Comments