নির্বাচনে যাওয়ার ঘোষণা খেলাফত আন্দোলনের

৪ দফা দাবি জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
আজ শনিবার সকাল ১০টায় ঢাকার কামরাঙ্গীরচরে জামিয়া নূরিয়ায় দলটির প্রধান আতাউল্লাহ হাফেজ্জী এই ঘোষণা দেন। বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কালেমা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে ঘোষণাটি দেন তিনি।
নির্বাচন কমিশন ও সরকারের কাছে তাদের ৪ দাবি হচ্ছে- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানো, নির্বাচনের আগে 'নিরপরাধ উলামায়ে কেরামের' নি:শর্ত মুক্তি, তাদের বিরুদ্ধে দায়ের সব 'মিথ্যা মামলা' প্রত্যাহার এবং কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা।
এর আগে জামিয়া নূরিয়া ইসলামিয়ায় সকাল ৭টা থেকে সোয়া ৯টা পর্যন্ত খেলাফত আন্দোলনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়।
মজলিসে শুরার অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে অধিবেশনের সভাপতি আতাউল্লাহ হাফেজ্জী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন।
Comments