চট্টগ্রামে ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার’ সম্মেলন শুরু

নারীর প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে শুরু হয়েছে ২ দিনব্যাপী 'যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (এসআরএইচআর)' বিষয়ক সম্মেলন।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনে ৩ পার্বত্য জেলা থেকে ১৪ থেকে ৩০ বছর কিশোরী ও নারীরা যোগ দিয়েছেন।
আজ রোববার সকালে এই সম্মেলন উদ্ভোধন করেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।
আলোচনার প্রথম অধিবেশন পরিচালিত হয় 'কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা' বিষয়ে। দ্বিতীয় অধিবেশনের আলোচ্য বিষয় ছিল 'ট্রাইবাল হেলথ প্ল্যান'। আগামীকাল সোমবার 'মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা' এবং 'জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ' বিষয়ক অধিবেশন পরিচালিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে সামশুল হক চৌধুরী বলেন, 'সরকার সারাদেশে কমিউনিটি ক্লিনিক চালু করেছে। সেখানে হেলথ প্রোভাইডার, চিকিৎসকসহ বিভিন্ন সুবিধা আছে। কিন্তু গ্রামে এখনো ধাত্রী নির্ভরতা আছে। আগে এত সুযোগ সুবিধা ছিল না। স্বাস্থ্যসম্মত পদ্ধতি ব্যবহার না করায় অনেক স্বাস্থ্য সমস্যা হতো। নানা কুসংস্কার ছিল। নারীদের প্রজনন স্বাস্থ্যজনিত রোগের চিকিৎসা না করে মানুষ টোটকা চিকিৎসা করত। এতে মায়েরা মৃত্যুমুখে ধাবিত হতো।'
`সরকার এখন অনেক উদ্যোগ নিয়েছে। নারী শিক্ষা প্রসারিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো, উপবৃত্তি প্রদানসহ সব উদ্যোগ নিয়েছে। মেয়েরা আজ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হচ্ছে। মেয়েদের লেখাপড়ার প্রবল ইচ্ছা আছে। কিন্তু পরিবারের চাপে অনেক সময় পারে না। সরকারের পাশাপাশি বিএনপিএস যে কাজ করছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ', বলেন তিনি।
অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে বিএনপিএসের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর বলেন, 'অর্থনৈতিক অধিকার থেকে যেমন নারী বঞ্চিত, তেমনি যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার থেকেও বঞ্চিত। নারী ও কিশোরীরা যাতে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার স্বীকৃতি ও অধিকার পায়। এটাকে উপেক্ষা করে স্বাস্থ্য খাতের আগ্রগতি, গড় আয়ু বৃদ্ধি, শিক্ষা, জীবনমান এবং বাংলাদেশের অগ্রগতি অর্জন সম্ভব নয়। তাই একে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনায় নিতে হবে। শরীর সুস্থ না থাকলে জীবনে কিছুই অর্জন করা সম্ভব না।'
সভা প্রধান বিএনপিএসের উপ-পরিচালক শাহনাজ সুমী বলেন, 'নতুন প্রজন্মকে যদি সুস্থভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমাদের ভবিষ্যতই ঝুঁকিতে পড়বে। তাই এ বিষয়ক আলোচনাকে আড়ালে আর রাখতে চাই না। মূলধারার স্বাস্থ্যসেবার সঙ্গে এই বিষয়টিকে সম্পৃক্ত করে সামনে নিয়ে আসতে চাই।'
বিএনপিএসের কর্মকর্তা শরীফ চৌহানের সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন বিএনপিএসের প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার। উপস্থিত ছিলেন বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদৌস আহমদ।
উদ্বোধনী পর্বে 'তৃণমূল উন্নয়ন সংস্থার' সদস্যরা বাল্যবিয়ে বিরোধী নাটিকা মঞ্চস্থ করেন। সম্মেলন উপলক্ষে ১০ উন্নয়ন সংস্থা শিল্পকলা প্রাঙ্গণে স্টল স্থাপন করেছে।
`আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ' শীর্ষক প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও সিমাভি নেদারল্যান্ডসের কারিগরি সহযোগিতায় ৩ পার্বত্য জেলায় ১০টি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (সিএসও) বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে। ৩ পার্বত্য জেলার ১৭টি উপজেলার ৬১টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
২০১৯ সাল থেকে শুরু হওয়া ৫ বছর মেয়াদি এই প্রকল্পের অধীনে ৩০০ কিশোরী ক্লাবের সদস্য সংখ্যা ১২ হাজার।
Comments