ময়মনসিংহের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

ময়মনসিংহের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
ময়মনসিংহ সার্কিট হাউজে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা। ছবি: বিটিভি থেকে নেওয়া

ময়মনসিংহের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে কানায় কানায় পূর্ণ জনসমাবেশস্থল। হাজির হয়েছেন নেতাকর্মীসহ অসংখ্য মানুষ। সকাল থেকেই ছোট ছোট মিছিলে নেতাকর্মীরা জনসভাস্থলের দিকে এগিয়ে যান।

বিশেষ ৮টি ট্রেনে করেও নেতাকর্মীরা জনসভায় গিয়েছেন। এসময় ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ গেলেন। বিকেলে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

Comments