ঘুমধুম সীমান্তের ওপারে হেলিকপ্টার ও গুলির শব্দ

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টার থেকে তুমব্রু রাইট ক্যাম্পে গুলি ছোঁড়া হচ্ছে। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সামরিক বাহিনীর তীব্র লড়াই চলছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ওপারে মিয়ানমারে গোলাগুলির ঘটনায় আতঙ্কে দিন কাটছে বাংলাদেশ সীমান্তের মানুষের। গতকাল ঘুমধুম সীমান্ত থেকে তোলা ছবি। ছবি: স্টার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপার থেকে তুমুল গোলাগুলি ও হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে বলে সীমান্তে অবস্থানরত একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

স্থানীয়রা ডেইলি স্টারের বান্দরবান সংবাদদাতাকে জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টার থেকে তুমব্রু রাইট ক্যাম্পে গুলি ছোঁড়া হচ্ছে। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সামরিক বাহিনীর তীব্র লড়াই চলছে।

এসএমই মেলা
ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে একটি দেশের অর্থনীতির প্রাণভোমরা হিসেবে বিবেচনা করা হয়। ছবি: রাশেদ সুমন/স্টার

একাধিক সূত্রে জানা গেছে, ঘুমধুমের ওপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ক্যাম্প দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ক্যাম্পটি পুনরুদ্ধারে আজ সকাল থেকে চেষ্টা চালাচ্ছে মিয়ানমার সামরিক বাহিনী। সেখানে হামলা-পাল্টা হামলা চলছে।

দুপুর ১টার দিকে ঘুমধুম পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহাফুজ ইমতিয়াজ ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'হেলিকপ্টার ও গোলাবর্ষণের শব্দ শুনছি। আমরা সতর্ক অবস্থানে আছি। স্থানীয়দের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় এ ব্যাপারে সার্বক্ষণিক সজাগ থাকছি।'

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

2h ago