সেতু ভবনে নাশকতার মামলায় ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যানের জামিন
সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাউল হাসানাত ডেভিডকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জামিন মঞ্জুর করেন বলে আদালতে কর্মরত একজন উপ-পরিদর্শক জানান।
আদালত সূত্র জানায়, শিক্ষার্থীদের আন্দোলনে নাশকতার অভিযোগে মামলায় রেজাউল হাসানাত ডেভিডই জামিন প্রথম জামিন পেলেন।
গত ১৮ জুলাই, প্রায় ২৫০-৩০০ জন অজ্ঞাতপরিচয় লোক সেতু ভবন চত্বরে প্রবেশ করে গাড়ি, মোটরসাইকেল ভাঙচুর এবং বিভিন্ন শেড ও কক্ষ ভাংচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বনানী থানায় মামলা করে।
Comments