শ্রীপুরে সংঘর্ষে তরুণ নিহত
গাজীপুরের শ্রীপুরের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে জৈনাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম তোফাজ্জল হোসেন (২২)। তিনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পিজাহাটি গ্ৰামের আব্দুর রশিদের ছেলে। শ্রীপুরে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. প্রণয় দাস দ্য ডেইলি স্টারকে জানান, নিহতের পরিবার জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে জৈনাবাজার এলাকায় দুই পক্ষের সংঘর্ষে তোফাজ্জল মারা গেছেন। আন্দোলনকারীদের সঙ্গে ওই সময় কার সংঘর্ষ হয়েছে, সেটা আমি জানি না। নিহতের শরীরে কোপের আঘাতের দাগ রয়েছে।
নিহতের পরিবার জানায়, কাজ শেষে বাসায় ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষে পড়ে তোফাজ্জলের মৃত্যু হয়।
Comments