ফরম্যাট ছোট বলেই আশা বড় উইন্ডিজের

টেস্টে পাত্তা পায়নি, ওয়ানডেতে এক ম্যাচ জিতলেও শেষে গিয়ে ওই সিরিজ হারই সঙ্গী। বাংলাদেশে এসে অল্প কোন সাফল্য পেতে হলে উইন্ডিজকে খেল দেখাতে হবে টি-টোয়েন্টিতে। এক সময়ের প্রতাপশালী দল উইন্ডিজ এখন কেবল টি-টোয়েন্টির বড় বিজ্ঞাপন। ছোট এই ফরম্যাটের সিরিজের আগে তাই বেহাল দশার মাঝেও বড় আশা দেখছে দলটি।
West Indies
শনিবার টিম হোটেলে উইন্ডিজ টি-টোয়েন্টি অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ও কোচিং স্টাফ। ছবি: ফিরোজ আহমেদ

টেস্টে পাত্তা পায়নি, ওয়ানডেতে এক ম্যাচ জিতলেও শেষে গিয়ে ওই সিরিজ হারই সঙ্গী। বাংলাদেশে এসে অল্প কোন সাফল্য পেতে হলে উইন্ডিজকে খেল দেখাতে হবে টি-টোয়েন্টিতে। এক সময়ের প্রতাপশালী দল উইন্ডিজ এখন কেবল টি-টোয়েন্টির বড় বিজ্ঞাপন। ছোট এই ফরম্যাটের সিরিজের আগে তাই বেহাল দশার মাঝেও বড় আশা দেখছে দলটি।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরদিন বাংলাদেশ-উইন্ডিজ দুদলই ছিল সম্পূর্ণ বিশ্রামে। এমনকি ঐচ্ছিক অনুশীলনও করতে দেখা যায়নি কাউকে। হোটেলে শুয়ে বসেই পার করেছেন দিন।

টেস্ট আর ওয়ানডে সিরিজ হারা উইন্ডিজ দল বাংলাদেশের আসার পর থেকেই ভুগছে ঘূর্ণি বলে। বাংলাদেশের স্পিনারদের  ছোবলে দিশেহারা অবস্থা হলেও তাদের ঘূর্ণি বোলাররা আবার তেমন কিছু কর দেখা পারছেন না। এমন সংকটময় অবস্থায় দলে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ।

বাকি দুই সিরিজ হারার অবস্থার পরও টি-টোয়েন্টিতে কি তবু সেরাটা দিতে পারবে তারা? মোশতাক শোনালেন ইতিবাচক কথা, ‘অবশ্যই। কারণ এটাই (টি-টোয়েন্টি) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ব্র্যান্ড এখন। তারা দারুণ টি-টোয়েন্টি দল। পঞ্চাশ ওভারের খেলাতেও উন্নতি করছে। টেস্টেও উন্নতির ধারায়। আশা করি শীঘ্রই তারা তাদের স্কিলের সেরাটা দেখাতে পারবে।’

ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করা রভম্যান পাওয়েলও আশাবাদী, সংস্করণ ছোট বলেই সুযোগ তাদের বেশি,  'ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন দল। আমরা এই সংস্করণে অন্যতম সেরা। কেবল কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানোর ব্যাপার আছে। আমার মনে হয় আমরা আমাদের স্বকীয়তা দেখিয়ে ফল বের করতে পারব।'

 

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

33m ago