জুভেন্টাসের রেকর্ডের দিনে রোনালদোর গোল

সিরিএ'তে জুভেন্টাসের জয়রথ ছুটছেই। নগর প্রতিদ্বন্দ্বী তোরিনোর বিপক্ষেও জয় পেয়েছে দলটি। ক্রিস্তিয়ানো রোনালদোর একমাত্র গোলে জয় নিয়ে ফিরেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। প্রতিপক্ষের মাঠে ১-০ গোলের জয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মৌসুমের প্রথম ১৬ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ডও গড়েছে টানা সাতবারের সিরিএ চ্যাম্পিয়নরা।

পার্থক্য গড়ে দেওয়া ম্যাচের এক মাত্র গোলটি আসে ৭০ মিনিটে। তোরিনোর সিমোনে জাজা ঠিকভাবে ব্যাকপাস দিতে পারলে তা দৌড়ে ধরতে গিয়েছিলেন মারিও মানজুকিচ। তাকে গোলরক্ষক সালভাদোর ইচাজো ফাউল করলে পেনাল্টিটি পায় জুভেন্টাস। সফল স্পটকিকে দলকে এগিয়ে নেন রোনালদো। ফলে এবারের আসরে সর্বোচ্চ ১১ গোল দিয়ে জোনোয়ার ফরোয়ার্ড পিয়াতেককে স্পর্শ করলেন এ পর্তুগিজ। 

তবে এর আগেও গোল করার বেশ কিছু সহজ সুযোগ পেয়েছিল জুভেন্টাস। ১৬ মিনিটে রোনালদোর ভলি ঝাঁপিয়ে রক্ষা করেন গোলরক্ষক সালভাতোরে। তবে সে বল ধরতে গিয়ে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন এ গোলরক্ষক। এরপর ৫৫ মিনিটে ফাঁকায় গোলরক্ষককে একা পেয়েও গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন মাতুইদি।

নুন্যতম জয়ের কারণটা অবশ্য প্রতিপক্ষের বেশি ফাউল করাকে দিয়েছেন কোচ আলেগ্রি, ‘আমাদের প্রথমার্ধেই এগিয়ে যাওয়া উচিৎ ছিল কিন্তু আমরা সে সুযোগ কাজে লাগাতে ধৈর্য ধরতে পারিনি। এছাড়াও তাদের তাদের মারদাঙ্গা মেজাজের কারণে আমরা এগিয়ে যেতে পারিনি। আমাদের খুব বেশি ঝুঁকি নেওয়ার সুযোগ ছিল না।’

এ জয়ে ১৬ ম্যাচে ১৫টি জয় ও একটি ড্রয়ে জুভেন্টাসের সংগ্রহ ৪৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সংগ্রহ ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট। দিনের অপর ম্যাচে উদিনেসেকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।

Comments

The Daily Star  | English

CEC urges officials to ensure neutrality as polls preparations advance

He reiterates that the commission is advancing steadily with election preparations

26m ago