টি-টোয়েন্টিতে ৫০০০ রানের মাইলফলকে প্রথম বাংলাদেশি তামিম

ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নতুন এক মাইলফলকে পৌঁছেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে করলেন পাঁচ হাজার রান। মঙ্গলবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে দারুণ এক হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পথে এ কীর্তি গড়েন এ ড্যাশিং ওপেনার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামার আগে এ মাইলফলক থেকে ২৫ রান দূরে ছিলেন তামিম। ইনিংসের নবম ওভারে খালেদ আহমেদের বলে লংঅফ দিয়ে দৃষ্টিনন্দন এক চার মেরে মাইলফলক পূরণ করেন তিনি। এরপর শেষ পর্যন্ত ব্যাট করে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। খেলেছেন অপরাজিত ৫৪ রানের ইনিংস।

তাতে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০২৯ রান হলো তামিমের। মোট ১৮৭টি ম্যাচে ১৮৬ ইনিংস ব্যাট করে ৩৩টি হাফসেঞ্চুরি ও ২টি সেঞ্চুরির সাহায্যে এ রান করেছেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে তার পড়েই আছেন সাকিব। ২৬৪ ইনিংসে তার সংগ্রহ  রান ৪৬৬৭।

এ রানের মধ্যে ১৬২৯ রান এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ৫৪টি ম্যাচ খেলে এ রান করেছেন। যা এ টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান। তার সামনে আছেন কেবল জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিম। ৬৮ ম্যাচে তার সংগ্রহ ১৬৮৪ রান। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ১৬১৩ রান। ৭৫টি ম্যাচে এ রান করেছেন এ ওপেনার। এটাও দেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। এছাড়া পেশাওয়ার জালমির হয়ে ১৭ ম্যাচে ৫২২ রান করেছেন।

বাংলাদেশ ছাড়াও পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপ, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ও নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে খেলেছেন তামিম। এছাড়া খেলেছেন বিশ্ব একাদশেও। সব মিলিয়ে টি-টোয়েন্টি খেলেছেন মোট ১৭টি দলে।

 

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago