নোয়াখালীর সুবর্ণচরে ফের গণধর্ষণের অভিযোগ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ওই স্কুলছাত্রীর বড় ভাই চরজব্বর থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ইসরাফিল আজাদ স্বপন (২২) ও নিজাম উদ্দিন (২০) গ্রেপ্তার করে পুলিশ। তাদের দুজনেরই বাড়ি দক্ষিণ চরমজিদ গ্রামে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই স্কুলছাত্রীকে বিনা ভাড়ায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশা চালক স্বপন তার গাড়িতে ওঠায়। অটোরিকশায় বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত ৯টার দিকে দক্ষিণ চরমজিদ গ্রামের একটি নির্জন স্থানে তাকে নিয়ে যায় স্বপন। সেখানে নিজাম উদ্দিন অপেক্ষা করছিল। পরে তারা দুজন মিলে ধর্ষণ করে।
শুক্রবার সকালে ওই স্কুলছাত্রী বাড়িতে এসে পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায়। ওইদিন রাতে স্বপন ও নিজামকে আসামি করে চরজব্বর থানায় একটি মামলা দায়ের করেন তার বড় ভাই।
চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ শনিবার আদালতে হাজির করা হলে ২নং আমলী আদালতের বিচারক উজমা শোকরান তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য শনিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments